Saturday, 30 January 2021

বন্ধু তুই

 বন্ধু তুই_ লেখা:-মুহাম্মদ সোহেল রানা(31 শে জানুয়ারি 2021;রবিবার 9:10Am)


কোথায় বন্ধুত্ব ?বন্ধুত্বের নামে হয় নামজারি! বন্ধুত্বের নামে বন্ধু! খুব দরকারী 

বন্ধু তুই কোথায় প্রচন্ড শীতে বন্ধু তোকে চাই/ একজীবন কতশত স্বপন একটাই ইচ্ছে স্বপ্নপূরণ/

গাড়ি বাড়ি ফ্ল্যাট আর স্ট্যাটাস বস্তুবাদী কেনাকাটা দারাজ ইভ্যালি আলীএক্সপ্রেস ali2bd ফ্লিপকার্ট অ্যামাজন গিয়ারবেস্ট/এইসব কৃত্রিম জীবন/সব ছেড়ে স্বপ্নে শুধু তেপান্তরের মাঠ ভাবনায় শুধু ছেলেবেলার ক্রিকেট ব্যাট/খেলা কত ঝগড়া খুনসুটি আর মন খারাপ বেলা-অবেলায় /

বিকেল হলেই ক্রিকেট খেলা চলে খেলতে খেলতে স্মৃতিরা গিয়েছে চলে /

ভাল আছিস কিনা বল বন্ধু তুই ..../

আজকাল শুধু অংক কসে মন 'আয়-ব্যয়' কত হিসেব সারাক্ষণ/

 ভালো লাগেনা এই ছকে বাঁধা জীবন ব্যস্ততা অকারণ/

 আমি খুব ব্যস্ত এই অভিনয় ছেড়ে মন ছুটে যায় খেলার মাঠে /

আমার বন্ধু তুই কোথায় তোকে আজ মিস করছি ভীষণ/

 আয় খেলার মাঠে আয় ছক্কা চার কিংবা রান আউট হোক যায় আসে না /

দিনে দিনে হচ্ছি আমরা ব্রয়লার মুরগির মতো শরীরে জমছে হারাম চর্বি যত/

 ইতিহাসে আমাদের কথা লেখা থাকবেনা/ স্মৃতি গুলো ছেলেবেলার ছবি আঁকে/ ফিরে আসে না হারানো পুরোনো দিন/ বন্ধু তুই ভালো থাকিস প্রতিদিন.......


Tuesday, 12 January 2021

 Sex Toy বা Sex Doll এ দেশে যে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে এবং সেটা যে সঠিক ভাবে ব্যবহার করতে না পেরে মেয়েটি মরেই গেলো.....আল্লাহ সুবহানাহুতাআলা অনেক অনেক দয়ালু,যদি তিনি প্রচন্ড রাগ করতেন তবে ১০সেকেন্ডের মধ্যে ভূমি ধ্বস ঘটিয়ে বাংলাদেশ চিন ভারত সহ অনেক দেশকে জমিনের ২৭৩গজ গভীরে পুতে দিতেন।এখনো সময় আছে এ সমাজ টাকে ঠিক করার,ইসলামিক শরী'য়াহ আইন বাস্তবায়ন করে সুন্দর একটি সমাজ গড়ার! নইলে সেদিন খুব বেশি দূরে নয় যেদিন ১০০০জনের মধ্যে ১জন মুমিন থাকবে।অর্থাৎ ৯৯৯জন জাহান্নামী হয়ে যাবে বাকী ১জন জান্নাতী।আল্লাহ ক্ষমা করছেন না বরং অবকাশ দিচ্ছেন মাত্র!!!সাবধান

Monday, 4 January 2021

নতুন একটি গান

 জীবনের জটিল কোনো  অংকে/

কে বন্ধু কে শত্রু আর কে আছে সংগে

জানিনা,জীবন তবু প্রতিদিনের/

একেকটা মানুষ এক আর একে দুই/

কেউ বলে আপনি,কেউ তুমি,কেউ তুই।।


নিজের জগতে বেঁচে থাকা একাকী ফেসবুকে/

নিজের সাথে কথা বলা likee,লাইভে/

নিজের সাথেই বেঁচে আছি,তোমায় আর চাইছি না।

প্রতিদিন গড়ছে সম্পর্ক -প্রতিদিনই ভাংছে

রিলেশনের আয়না।।

কখনো কি দেখোনা হলুদে ভরা সরিষা ফুল

কখনো কি দেখোনা গাছে গাছে পাখি বুলবুল।

কখনো কি প্রকৃতির ঐ সবুজে মিশে যেতে চাওনা

কখনো কি নদীর জলে নিজের মুখ দেখো না?

খোঁজো কেনো মানুষ....মানুষ এখন টাকার ব্যাগ

খোঁজো কেনো সুখ....সুখ এখন অবাস্তব চিন্তা এক

পৃথিবীতে কখনোই আর পাবেনা সেই সোনালী দিন।