Saturday 19 June 2021

পুরোনো লেখা।


 আমি ইদানীংকালে দেখছি(বোধহয় এটা সর্বকালেই ছিলো)!...যে,আমরা নিজেকে বাদ দিয়ে অন্যেরটা নিয়েই বেশি ভাবি

(ধর্মীয় ক্ষেত্রে,

সমাজ সেবামূলক কাজে,রাজনৈতিক মঞ্চে,বা:-সমালোচনার চারকোণা টেবিলে)...আমরা কি এতটাই শুদ্ধ(গৌতমবুদ্ধ)??

আমরা তো আর মালাইকা(ফেরেশতা)নই!যে আমাদের ভুল থাকবে না বা পাপ থাকবে না।।তাই আজ থেকে আমি শপথ নিচ্ছি যে,কাউকে কোন উপদেশ দেবো না(বাঙালীর আজীবনের প্রাপ্ত প্রায় একমাএ সম্বল হলো -অন্যকে উপদেশ দেওয়া)।।পারলে আদেশ /নিষেধ করব (যারা শুনবে তাদের, যেমন :-বউ,ছেলে,মেয়ে,শিষ্য,

কর্মচারী)।।ইসলামের যতই গভীরে যাচ্ছি ততই এটা বুঝতে পারছি যে,আমি যেটুকু জানি→না জানা রয়ে গেছে তার থেকেও অনেক বেশি খানি।।রসূল(ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর জীবনী যতই পড়বেন ততই আমার মতো অনূভুতি আপনারও হবে।তাই আসুন আগে আমরা নিজের ব্যাপারে আরো ভালো করে থিসিস করি।যে,

{আমি সকাল সন্ধ্যা কি কি গুনাহ  করি আর কি কি ছওয়াব করি!?}

এই রমাযান হলো আত্মসংযম ও আত্মশুদ্ধির মাস।


"নিজের জন্যই খাবার নেই ঘরে

/অন্যকে কি খাওয়াবি দাওয়াত করে??"


....আসুন! এই রমাযানের পবিত্র মাসে-  নিজেই নিজেকে ইসলামের দাওয়াত দিই।।


[♠♠

মুহাম্মাদ সোহেল রানা♠♠]

২০জুন ২০১৫

Monday 14 June 2021


 সাওদাহ্ তাইয়্যিবাহ্ ছাফা 

ঝোড়ো হাওয়র গান

 ঝোড়ো হাওয়ার গান-লেখা:মুহাম্মাদ সোহেল রানা

সময়-২২জৈষ্ঠ ১৪২৮বঙ্গাব্দ রাত ৮টা


শুনে নাও আমার স্মৃতি আমাকে কাঁদায়/

ডুকরে ওঠে মনমরা মন.......... 

নদীর পাড়ের বিকেল যখন তখন অবেলায়/🤢ছেলেবেলার স্মৃতির সেই সাপ/

অনুরাগ অনুভবে কতোশত পাপ/

আজও আমি বড্ড অভিমানি মনের গহীনে/

আজও আমার মন খারাপ হয় প্রিয়জনের অপমানে//

তবুও কেউ যদি দেয় আমায় মিথ্যে অপবাদ/

আমি ভীষণ সত্যবাদি এটাই হয়ত বড় অপরাধ/

কাছের দূরের বন্ধু যারা কেউ মিতা কেউ করে শত্রুতা/


স্বার্থের পৃথিবীতে ভালোবাসেনা কেউ বোকা আমি করে সবাই হিংসে আর তাচ্ছিল্য..... //

মুখে মুখে মিষ্টি কথার টক'শো আড়ালে সমালোচনা/

জানি আমি সবাইকে চিনি আমি তোমাকেও//

তবুও কষ্ট নিয়ে বেঁচে থাকা আত্মহত্যা নয় সমাধান/

একা বাঁচি নিজের সাথে কথা বলি হৃদয় আমার ভেংগে খানখান!!!//

কেউ ভাবে পাগল কেউ ভাবে খেয়েদেয়ে কাজ নেই/🥵কেউ বোঝে কেউ বোঝেনা জীবনমুখী আমার গান..//

গুরু মারা বিদ্যা


আমি যাদের নচিকেতা,সুমন,অঞ্জন,শিলাজিৎ-এর নাম শিখিয়েছি তারা আজ আমাকে নচিকেতার গান শুনিয়ে বলে এ গান শুনেছেন!![যদিও আমি অনেক বছর গান বাজনা থেকে দূরে♪♪♪]🙍‍♂️আমি যাদের yahoo/skype,Viber,facebookখুলে দিয়েছি→২০০৯থেকে ২০১৫সালে তারা আজ আমাকে SnapChat, BigoLiveদেখায়🤔আমি নিজে যাদের বিকাশ,নগদ ও রকেট অ্যাকাউন্ট খুলে দিয়েছি (এক প্রকার জোর করে) তারা আজ আমাকে ফাইন্যান্স শেখায়🤒।আমি যাদের ভালো কাপে চা খেতে এবং চায়ে নানা মশলা দিতে শিখিয়েছি তারা আজ আমার দিকে কফিচোখে তাকায়।আমি যাদের ইসলামের অনেক স্কলারের নাম,অনেক বইয়ের নাম অনেকগুলো ওয়েবসাইট,ব্লগের নাম শিখিয়েছি তারা আজকাল আমার থেকেও আগ বাড়িয়ে ইসলাম বিষয়ে মতামত দেয়।আমি যাদের সেই Vppডাকযোগে ২০১০-২০১২সালে বই এনে দিতাম(২০১২/২০১৩তে রকমারি ডট কমে বই কিনতাম,২০০৮সালে ঢাকা থেকে আমার কম্পিউটার,কালার প্রিন্টার,ও টিভি কার্ড এসেছিলো S.Aপরিবহনে)তারা আজ আমাকে অনলাইন কেনাকাটা,ই-কমার্স দারাজ শেখায় ☹️এটাই জীবন এইতো জীবন।আরে পাগলা/পাগলী যত হাজার কবিতাই লেখো ২০০১-২০২১সালে কাজী নজরুলের ১টি আঙুলের সমান হতে পারবি না রে...তেমনি আমায় যতই জঘণ্য,কুৎসিত,ফালতু যাতা বলিস আমার মতো হতে পারবি না,কারণ,এটাই আমার জীবন💉👁️আর এগুলো তোদের/তোমাদের সাময়িক বিনোদন।ধন্যবাদ রে তোদের গুরু মারা বিদ্যায়।