Thursday 3 March 2022

 রোজ ঘুম থেকে উঠেই নিজেকে নিয়ে ভাবি আয়নার সামনে দাঁড়িয়ে। আবার ঘুমোতে গিয়ে অন্ধকার ঘরে নিজের কবর নিয়ে ভাবি। আজকাল ভাবুক কমে যাচ্ছে। ভাবনা/চিন্তা ও দর্শনই জ্ঞানের ৮০ ভাগ... নিজেকে নিয়ে ভাবুন পৃথিবী নিয়ে ভাবুন আল্লাহকে নিয়ে ভাবুন আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবুন।। আমি ভুল করছি রোজ আপনিও ভুল করছেন প্রতিদিন।আমাদের ভুলগুলো যেন নিয়মে পরিণত না হয় এবং কেউ ভুল ধরিয়ে দিলে যেন আমরা সংশোধিত হই।আর একজন প্রকৃত হক্কানী যুহুদ পন্থী আলেমের সাহচর্যে থাকা খুবই দরকারী অন্তত সরাসরি না হলেও তাদের কিতাব পড়া উচিত এবং পরামর্শ নিয়ে চলা উচিত।তবে প্রকৃত আলেম কিন্তু শতকরা ১জন,তাকে খুঁজে বের করার জন্য পরশপাথর দরকার এবং সেটা হলো কুরআন,হাদীছ,নবীজির জীবনী।আপনি যতো বেশি কুরআন,হাদীছ,সীরাহ(নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী)জানবেন পড়বেন,গভীরে প্রবেশ করবেন ততই পরশপাথর পাবেন।

No comments:

Post a Comment