Thursday 3 March 2022

 বইয়ের নামঃছোটদের ইমাম গাযযালী

লেখকঃকাজী আবু মোহাম্মদ আবদুল্লাহ্

প্রকাশকঃইসলামিক ফাউন্ডেশন 


তৃতীয় প্রকাশঃ২০১৪

আমার কেনাঃ১২এপ্রিল ২০১৫

পৃষ্ঠা সংখ্যাঃ২৪

📖মূল বিষয়ঃইমাম গাযযালী রহমাতুল্লাহি ওয়া আলাইহি এর জীবন দর্শন।

সংক্ষিপ্ত কাহিনীঃইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি একজন মুজাদ্দিদ ছিলেন আল্লাহর ইবাদত ভুলে মানুষ তখন নানা পাপ কাজে ডুবে যেতে শুরু করেছিল শিরক ও বিদআত এবং নানারকম ভ্রান্ত বিশ্বাস আর কুসংস্কারে আচ্ছন্ন হয়ে সমগ্র মুসলিম জাহান তখন ইসলামের সত্য পথ থেকে অনেক দূরে চলে যেতে শুরু করেছিল। এদিকে শিক্ষিত সমাজ তখন প্লেটো এরিস্টটল ও অন্যান্য পাশ্চাত্য দার্শনিকদের জড়বাদী মতবাদে বিভ্রান্ত হয়ে তাদের ঈমান ও আক্বীদা একেবারেই হারাতে বসেছিল,ঠিক তখনই আল্লাহর রহমত রূপেই মনীষী ইমাম গাজ্জালী রহমতুল্লাহি ওয়া আলাইহির জন্ম হয়। তার জন্ম হয় তেহরান শহরে ১০৫৮ঈসায়ী সালে, অর্থাৎ ৪৫০ হিজরীতে। 


🖊️মন্তব্যঃএই বইটি অনেক ভালো এবং ছোটদের উপযোগী করে লেখা। আমরা যদি ছোটদের তথাকথিত পথভোলা ওয়েস্টার্ন আদর্শে বিম্বাসী প্রগতিত স্রোতে ভাসা সেলিব্রেটিদের আজেবাজে কাহিনী না শুনিয়ে, বড় বড় ইমামদের সুন্দর সুন্দর জীবন দর্শন শিখাতে পারি তাহলে আমাদের শিশুরা এমনকি আমরাও তা পড়ে  উপকৃত হব। এই বইটি আমি আজ থেকে ৭ বছর আগে কিনেছিলাম নিজে পড়ার জন্য এবং সংগ্রহে রাখার জন্য ছোটদের বই পড়লে নিজেকে তখন ছোট্ট শিশুদের মত সরল মনে হয় ভালো লাগে।আমাদের কঠিণ কঠোর ইট কাঠ মার্কা হৃদয়গুলো শিশুদের মতো সরল হোক এই শুভকামনা।🌴

No comments:

Post a Comment