Thursday 3 March 2022


 বইয়ের নামঃ-যৌতুক একটি অপরাধ🛑

লেখকঃ-শেখ মুহাম্মদ আবদুর রহীম

প্রকাশকঃ-ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 

প্রথম প্রকাশকালঃ-জানুয়ারী ২০০৬

আমার কেনাঃ-১১অগাস্ট২০১১

তৃতীয় সংস্করণঃ-নভেম্বর ২০০৮

🔗মূল বিষয়ঃ-যৌতুক নামক কু-প্রথা ইসলামে হারাম এই বিষয়ের উপরে। 


📖সংক্ষিপ্ত বিবরণঃইসলাম বিবাহকে মহিমান্বিত করেছে পবিত্র কুরআন কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন √আর তার নির্দশনের মধ্যে রয়েছে যে তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য তোমাদের থেকে জোড়া যাতে তোমরা শান্তি পাও তাদের কাছে এবং সৃষ্টি করেছেন তোমাদের মাঝে ভালোবাসা ও সহমর্মিতা(দয়া) অবশ্যই এতে রয়েছে বহু নিদর্শন সে লোকদের জন্য যারা চিন্তা করে (সূরা রূম আয়াত-২১)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- সর্বাপেক্ষা বরকত মনে হলো ওই বিবাহ-শাদী যা কম খরচে সম্পন্ন করা হয় (বাইহাকী, মিশকাত) অথচ নানারকম রসম-রেওয়াজের কারণে এই পবিত্র বন্ধন আজ হুমকির সম্মুখীন এরমধ্যে যৌতুক নামক কুপ্রথা অন্যতম। এই যৌতুক প্রথা আমাদের মানুষের জন্য ভয়াবহ অভিশপ্ত ব্যাধি হয়ে দেখা দিয়েছে। দিনকে দিন কন্যাদায়গ্রস্ত পিতা-মাতাদের  সংখ্যা বেড়েই যাচ্ছে। সঠিক বয়সে বিবাহ না দিতে পেরে সমাজ উচ্ছন্নে যাচ্ছে। ইসলামী শারী'আহ্'তে কিছু ক্ষেত্রে ভিক্ষাবৃত্তিও জায়েজ করা হয়েছে কিন্তু যৌতুককে জায়েজ করা হয়নি। 

আমরা চাই মানুষ একদিন এই বিষয়টা বুঝবে এবং 100% বিবাহ যৌতুক না নিয়ে সম্পন্ন হবে। 

🖊️মন্তব্যঃবইটিতে  অনেক'সুন্দর করে যৌতুকের অপকারিতা এবং এ অভিশপ্ত কু-প্রথা থেকে উত্তরণের পথ এবং আইন-কানুন সহ বিবাহের পবিত্র বন্ধন নিয়ে আলোচনা করা হয়েছে। বইটি যে কেউ পড়তে পারবে।এ  বই অনেক খুঁজে খুঁজে আপনাকে সংগ্রহ করতে হবে। অনেক সময় আউট অফ প্রিন্ট থাকার সম্ভাবনাই বেশী নাও পাওয়া যেতে পারে।

No comments:

Post a Comment