Tuesday 10 November 2020

শীতের কথা-১

 প্রায় চলেই এসেছে শীত,হৃদয়ে মনে প্রাণে বাজছে সংগীত।

শীত মানেই বিড়ালের মতো জীবন,

শীত মানেই জড়তা।

শীতে কুইকাই মেরে বিছানার সাথে প্রভাতী সখ্যতা।

শীত মানেই মায়ের হাতের ভাপাপিঠা(ধুপি).....।।

শীতে শরীর জুড়ে পোশাকের আস্তরণ,শীতে ঘুরে বেড়ানোর কতো শত আয়োজন।

শীত ঋতুটাই আদুরে গলায় ডাকে আমায়।ভালোবাসা যেনো  কুয়াশা,ধোয়াশা ধোয়াশা পথের ঔ সুদূরে তোমার হাতছানি।আমি জানি সব জানি।জেনে বুঝেই লজ্জায় থাকি চোখ বুজে।চেনা গ্রাম অচেনা শহর খুব চেনা নদী।তার মাঝে ঐ নাউয়ে চড়ে আমার মায়াবতী

চলে যায়।। সে আরেক কুয়াশা....

কিছু লেখা একান্ত নিজের মনের গভীরের, কিছু লেখা রোজকার সকালের,কিছু লেখা সাহিত্যিকদের সাজানো।আর 

আমার লেখা বুকের বাঁপাশের লালটুকটুকে হৃদমাঝারের..... প্রিয়তমা ভালো আছো নাকি খুব অভিমান করে আছো জানিনা কিছুই.....জানি একদিন দেখা হবে দুজনার-সাদা কাপড়ে....ঠিক ঠিক হাজার কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকবে তুমি তবু তোমাকে আমি চিনে নেবো....চিরদিনের ভালোবাসা ভালোলাগা একপৃথিবীর ছোট্ট জীবনে শেষ হয় না।ওগো দূরের রানী। কুয়াশায় ডেকে যাও,হয়ে যাও বরফ পানি। মিশে যাও বাতাসে মিশে  যাও প্রকৃতির মাঝে,হয়ে যাও অক্সিজেন, টেনে নেবো বুক ভরে...........!!!


★পাঠক কী বুঝলেন??সব লেখা বুঝতে নেই।

কিছু লেখা অনুভবের!!


########

মুহাম্মাদ সোহেল রানা

সকাল:৭:৭

1 comment:

  1. সবাই দুআ করবেন নিজেকে গুছিয়ে নিয়মিত লিখব ইনশাআল্লাহ

    ReplyDelete