Wednesday, 11 November 2020

একাকী

 একাকী

একাকী হাঁটি পথ 
তোমার দুহাত খুঁজি
দেশে দেশে হন্যে হয়ে
স্বপ্নহীন অন্ধচোখ বুঁজি।।
পেয়েছি কিছু স্বার্থপরতা
পাইনি সুখের ভালোবাসা
রাজ্যজুড়ে অশ্লীলতার ছবি
ব্যস্ত থাকি আশ্বাস নিয়ে।।
একদিন মিটে যাবে কোলাকল
প্রাণ খুঁজে পাবে বাতাস নির্মল
কবিতারা শুধু খেলাকরে
আমি থাকি সংসারে
দিনযায় রাতে চুপটি করে
রাত পালায় সকাল হলে।।


No comments:

Post a Comment