Wednesday 11 November 2020

প্রিয় নবীজী মুহাম্মাদصلى الله عليه وسلم

 নবীজী মুহাম্মাদصلى الله عليه وسلم

এর প্রতি ভালোবাসা ঈমানের অন্যতম একটি পূর্বশর্ত।প্রতিদিনই আমরা নবীজিصلى الله عليه وسلمএর নামে দরূদ পাঠ করি প্রতিনিয়ত তাকে আমরা স্মরণ করি।আমরা তাকে খুব মিস করি

ভীষষষষণ মিস করি হে প্রিয় নবী।

আমি নতুন করে প্রতিদিন তার প্রেমে মশগুল হই।তিনি আমাদের হৃদস্পন্দন তিনি আমাদের দুচোখের কল্পনার মায়াবী এক মহামানব।যার প্রেমে সারা জাহান হয়েছে বারবার মাতোয়ারা।যে নবীর নাম আযানে ধ্বনিত হয় লক্ষ লক্ষ হাজার কোটি বার।আশহাদু আন্না "মুহাম্মাদার রসূলুল্লাহ"....

সেই প্রাণের চেয়ে হাজারগুণ প্রিয় নবীজিকে নিয়ে যখন কোনো কুলাঙ্কার ব্যঙ্গ বিদ্রুপ করে তাকে নিয়ে কটাক্ষ করে তাঁকে নিয়ে যখন ভূয়া ছবি আঁকে,কার্টুন বানিয়ে ম্যাগাজিনে ছাপে,বিল্ডিংয়ে বিলবোর্ড করে প্রদর্শন করে  উল্লাসে মেতে উঠে।তখন সত্যিই হৃদয় ফেটে চৌচির হয়ে যায়,আর হ্যাঁ আমি মুমিন তাই......।।

তবে খুশির কথা নবীজিকে صلى الله عليه وسلم

আমরা কেউ দেখিনি,নেই তার কোনো প্রতিকৃতি, প্রতিমা,ভাস্কর্য বা ছবি (আল-হামদুলিল্লাহ) আল্লাহ আজ্জা ওয়া যাল তার প্রিয় বন্ধুর সম্মান রক্ষা করেছেন।তাই ফ্রান্সে বা অন্যকোথাও তার নামে যতো বিকৃতি তৈরী করা হয়েছে,হচ্ছে বা ভবিষ্যতেও হয়ত হবে (আস-তাগফিরুল্লাহ)এতে নবীজির صلى الله عليه وسلم কোনোই অমর্যাদা করা সম্ভব হবে না।

কিন্তু সুপরিকল্পিত ভাবে যারা শত কোটি মুসলিম উম্মাহর কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে তাঁদের জন্য জানাই তীব্র ধিক্কার ঘৃণা বদদু'আ আর অভিশাপ।

আসুন প্রতিবাদের ভাষা করি শাণিত পরিশীলিত শিক্ষিত।প্রতিবাদ করি নিজেদের যোগ্যতা ও পদমর্যাদা এবং যথাযথভাবে টনক নড়ানোর উদ্দেশ্যে।গালির বদলে গালি দিয়ে লাভ হবে না,বুদ্ধিবৃত্তিক লড়াই চাললাতে হবে।এগিয়ে যেতে হবে মুসলিম জাতিকে,ধনে জনে মানে বাণিজ্য আর প্রযুক্তির উৎকর্ষতার শিখরে।

আসুন না নবীজিকে নতুন করে আরো আরো ভালোবাসি,প্রতিদিন অন্তত ১০০বার দরূদ শরীফ পাঠ করি,প্রতিদিন ৫-৬পৃষ্ঠা হলেও নবীজিصلى الله عليه وسلمএর সীরাত(জীবনবৃত্তান্তেরর ডিটেলইস্)পাঠ করি।নবীজি  صلى الله عليه وسلمএর শুভ জন্মের রবিউল মাসে বাংলা ভাষার দেয়াল,ফেসবুকের ওয়াল ভরিয়ে দিই নবী প্রেমের চিঠিতে। হযরত মুহাম্মাদ মুস্তফা আহমাদ রসূল সর্দারে দো-আলাম!নিখিল বিশ্বের শাফাআতের কান্ডারী জিন ও ইনসানের নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম My Beloved Propher Hazrat MUHAMMAD (Peace Be Upon Him)

I Love You.....ILoveU♥♥♥♥♥♥♥♥


(রসূল ﷺপ্রেমের অসমাপ্ত অনুভূতি)


মুহাম্মাদ সোহেল রানা

৯রবিউল আউয়াল ১৪৪২হিজরী

সন্ধ্যা ৬.২৩মিনিট


সবাই নবীজিকে নিয়ে অন্তত ১০টি লাইন লিখে আমাদের https://www.facebook.com/groups/793339054408586/?ref=share

(facebook Diaryলেখার ইশকুল) গ্রুপে পাঠিয়ে দিন।সেরা লেখাটিকে ইনশাআল্লাহ আমার তরফ থেকে পুরস্কৃত করা হবে।

No comments:

Post a Comment