Wednesday 11 November 2020

জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি

 জীবনের প্রতিটি মুহূর্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ, এক একটা দিন কেটে যাচ্ছে আমরা বড় হচ্ছি,হচ্ছি বুড়ো।ইঁদুর দৌঁড়ে রোজকার আয়রোজগার,আর কতো?কতো আর?এখনো কি সময় হয়নি একটু দাঁড়াবার!একদিন এই ব্যস্ততার শেষ হবেই।
মানুষ ঝাঁকে ঝাঁকে মিছিলে বের হবে একদিন বলবে তারা এই যান্ত্রিক সভ্যতার অবসান হোক।ফিরিয়ে দাও বনভূমি।যন্ত্রের মাঝে ধ্বংসের আওয়াজ বাজে করুণ সুরে নিত্যদিনের একাকীত্ব।
শীত শীত প্রকৃতির এ সময় বহুযুগ ধরে শামুকের মুখ লুকানো লজ্জায় আমি আমার আদিপিতা হযরত আদম আলাইহিস সালামের পদছাপ খুঁজি।খুঁজে খুঁজে হয়রান হই এই পৃথিবীর আনাচেকানাছে কান্না ভেসে আসে ইথারে,বেতারে,এফএম রেডিওতে।শব্দ শুধু গুলির শব্দ।একদিন কিয়ামাত হবেই।অপেক্ষায় আছি তোমার হাত ধরার জন্য,আমার প্রতিক্ষা তোমাকে সুস্বাগতম জানানোর তরে।কত্তোশত আয়োজন করে রেখেছি ওগো ইমাম মাহাদী......
জানি সবকিছুই নিশ্যতা নব্য এসভ্যতা,Netflix এ জীবনের সখ্যতা,ভুলিয়ে রেখেছে তোমায় আমায় মরণের তিক্ত বাস্তবতা..............

জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি স্মৃতি বিষাদ আক্ষেপ ক্ষয় জড়তা গাম্ভীর্যতা,একে একে নুইয়ে পড়বে।পতনোন্মুখ সভ্যতার নোংরা বর্বরতার মাঝেও একটু সুখ খুঁজে ফিরি।এটা হয়ত ফেসবুকের প্রতিদিনকার ডায়েরী।


মুহাম্মাদ সোহেল রানা

ফেসবুক ডায়েরী

৭রবিউল আউয়াল ১৪৪২হিজরী

No comments:

Post a Comment