Tuesday 10 November 2020

ছোট্ট কবিতা-নিছক এসব ছেলেমানুষি!!!

নিছক এসব ছেলেমানুষি!!!

শ্যাওলা জমে ওঠে পুকুর ঘাটে
জীবনের গতিপথে তোমার কথা ভেসে বেড়ায় স্মৃতিপটে
ভিজে যায় চোখের উঠান পুরোনো দিনে নচিকেতার গান
আজও খুঁজি বিকেলঘুড়ি নৌকামাঝি নদীতটে....
সেসময় ছিলোনা ক্যামেরাফোন 
ছিলো শুধুই নিষ্পাপ মন
সবকিছু বন্দি করা যায়না মোবাইলের গ্যালারীতে।
ধূলিজমে ইতিহাসের বইয়ের পাতায় 
আজকাল কাটে দিন একা একাই
বোঝেনা কেউ কারো হৃদয়ের গভীরতা
facebook খেয়ে নিয়েছে বৈকালিক শূন্যতা।
মুখোমুখি বসেনা কেউ আর
রাখেনা চোখে চোখ হাতে হাত বন্ধুত্বের আবদার।
চলো তবে কিছুটা নীরবে খুঁজে আসি ছেলেবেলার 
আমাকে।
সব নষ্ট হয়ে যদি যায়, ভয় পেয়ে করোনায় করবে কী সারাদিন ইউটিউবে।
ময়লা জমে মস্তিষ্কে বুড়ো হয়ে যায় শরীর মাংস হাড়
কিন্তু আমি আছি আগের সেই 'লাল সাইকেলের' হিরো তোমার....


লেখা:১৬মে ২০২০,শনিবার
সময়:সকাল৪:৪৫

3 comments:

  1. ইনশাআল্লাহ আরো ভালো হবে
    নিয়মিত লিখতে হবে

    ReplyDelete
  2. সুন্দর লিখেছেন ভাই।

    ReplyDelete
    Replies
    1. অনেক অনেক ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন সবসময়

      Delete