Wednesday, 11 November 2020

ভুল বানানই ভূল

 জীবনের প্রতিপদে অন্যের ভুল ধরি আমরা সবাই।

কিন্তু রোজরোজ আমাদেরই কতো ভুল হয়ে যায়।

চলতে ভুল ফিরতে ভুল বলতে ভুল লিখতে ভুল।

এতো ভুল তবু জীবনে আমরা বলি অন্যমানুষের ভুল।

আজথেকে তাই ধরব নিজের শত ভুল।

খুঁজবো কোথা থেকে উড়ে আসে ভাতে চুল।

ভুল ভুল ভুল ফেসবুক জুড়ে 'বানাম ভূল' সরি বানান ভুল।

নিজেদের দিই ধিক্কার করব না চিৎকার আমি ছিন্নমূল।

ভুলে ভুলে জীবন পার! কিসের এতো 

অহংকার মানুষ মানেই ভুল।

No comments:

Post a Comment